April 28, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

দানবীয় গহ্বরদের খোঁজে ইসরোর রকেট

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
দিম, বুনো এক শিকারপর্ব চলছে মহাকাশে। ওঁৎ পেতে থেকে শিকার ধরছে দানবীয় ব্ল্যাকহোলেরা।মহাকাশে ব্ল্যাকহোলের শিকার ধরার ঘটনা বহুবার দেখেছে নাসার টেলিস্কোপ।  ছিন্নভিন্ন তারার শরীর থেকে বেরিয়ে আসে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এতদিন নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এইসব ব্ল্যাকহোলদের খোঁজ দিত। এবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তার অত্যাধুনিক রকেট পাঠাচ্ছে কৃষ্ণগহ্বরদের ডেরায়।
নতুন বছর ১ জানুয়ারি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি রকেটে চাপিয়ে এক্সপোস্যাটকে পৃথিবীর নিম্ন কক্ষপথে পৌঁছে দেবে। সেখানে বসেই নিউট্রন তারার জন্ম-মৃত্যু, কৃষ্ণগহ্বরদের শিকারপর্ব, মহাকর্ষীয় তরঙ্গের বিচ্ছুরণ দেখবে ইসরোর স্যাটেলাইট। খবর পাঠাবে পৃথিবীতে।
ভারতের তৃতীয় চন্দ্রযাত্রা সফল। চন্দ্রযান-৩ এর চাঁদের দক্ষিণ মেরু অভিযানের পরে এবার আরও বড় লক্ষ্যের দিকে এগোচ্ছে ইসরো। সূর্যে যাচ্ছে সৌরযান আদিত্য এল-১। জানুয়ারির ৬ তারিখের মধ্য়েই সেটি সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগরাঞ্জিয়ান পয়েন্টে গিয়ে পৌঁছবে। তারই মাঝে ব্ল্যাকহোল, নিউট্রন নক্ষত্রদের খবর আনতে মহাকাশে রকেট পাঠানোর তোড়জোড় শুরু করে দিয়েছে ইসরো।

Related Posts

Leave a Reply