April 30, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular খেলা

৮০ তে ভাবা , ৯৯ তে বিশ্বজয়

[kodex_post_like_buttons]

স্পোর্টস ডেস্ক :

৮০ বছর পর ভাবলেন। ৯৯ তে বিশ্ব জয় করলেন। ইনি জর্জ করোনেস ক্লকড। যিনি ৮০ বছর হওয়ার পর অস্ট্রেলিয়ার এক ব্যক্তি ভাবলেন এবার তিনি সাঁতারটা গুরুত্ব দিয়েই করবেন। সেই সিদ্ধান্ত নেয়ার ১৯ বছর পর সাঁতারে বিশ্বরেকর্ড ভেঙে দিলেন তিনি। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল কোস্ট শহরে কমনওয়েলথ গেমসের ট্রায়ালে সম্প্রতি ওই নজির স্থাপন করেছেন তিনি। ৯৯ বছর বয়সী সেই উদ্যমী সাঁতারুর নাম জর্জ করোনেস ক্লকড।

আরও পড়ুন :  আমরা হারালেই সেই টীম দুর্বল হয়ে  যায়: শাস্ত্রী

আগামী এপ্রিলে ১০০তে পা দেবেন। ৫০ মিটার ফ্রিস্টাইলে এ অস্ট্রেলিয়ান সাঁতারু সময় নিয়েছেন ৫৬.১২ সেকেন্ড। যা ১০০-১০৪ বছর বয়সী সাঁতারুদের ক্যাটাগরিতে নতুন রেকর্ড। তবে ওই প্রতিযোগিতায় তিনিই একমাত্র প্রতিযোগী। প্রতিদ্বন্দ্বী না পেয়েও মনোবল কমেনি। একাই সাঁতরেছেন।

এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি জর্জ করোনেস ক্লকডের। ক্রীড়া বিষয়ক পরিচালনা কমিটি বিষয়টি খতিয়ে দেখার পর এটিকে রেকর্ড হিসেবে বিবেচনায় নেয়া হবে।

Related Posts

Leave a Reply