May 2, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

মৃত আত্মীয়দের সামনে খাবার না দিয়ে এই গ্রামের কেউ কোনো খাবার মুখে তোলেন না !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

অন্ধ্র প্রদেশের প্রত্যন্ত একটি গ্রাম আইয়া কোন্ডা। শিক্ষার আলো থেকে বঞ্চিত এই গ্রামের মালাদাসরী সম্প্রদায়ের দেড়শ পরিবার নানা কুসংস্কার আর অন্ধবিশ্বাসে ডুবে রয়েছেন। তাদের মনে অন্ধ বিশ্বাস এমনভাবে জেঁকে বসেছে যে, এই সম্প্রদায়ের লোকজন তাদের মৃত আত্মীয়-স্বজনকে আগে খাবার না দিয়ে নিজেরা কোনো খাবারই খান না।

ঘরের সামনেই এরা পরিবারের মৃত সদস্যদের কবর দেন। পরিবারের জীবিত সদস্যরা প্রতিদিনই এই কবরে প্রসাদ আর পুজো দেন। বাড়িতে যা-ই রান্না হয়, সেটা কবরে না দিয়ে মুখে তোলেন না কেউ। বাড়িতে যদি কেউ কোনো ইলেকট্রনিক পণ্য কেনে, সেগুলোও ব্যবহার করার আগে রাখা হয় কবরের সামনে।  এ ব্যাপারে গ্রামের পঞ্চায়েত প্রধান বলেন, আধ্যাত্মিক গুরু নাল্লা রেড্ডি আর তার শিষ্য মালা দাসারী চিন্তলা মুনিস্বামী এই গ্রামের উন্নয়নের জন্য নিজেদের উজাড় করে দিয়েছেন। তাদের কাজকে শ্রদ্ধা জানাতেই এই রীতি চালু হয়েছিল। কালক্রমে তা প্রতিটা বাড়িতে ছড়িয়ে পড়েছে।

 

Related Posts

Leave a Reply