May 1, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভেস্তে যেতে পারে ট্রাম্প-কিম বৈঠক! হুমকি উত্তর কোরিয়ার  

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘বহুল প্রতীক্ষিত’ বৈঠক বাতিলের হুমকি দিলো উত্তর কোরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র একতরফাভাবে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরনের বিষয়ে নানান মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের এই হুমকি। এছাড়াও লিবিয়ার সঙ্গে তাদের তুলনা করে বেজায় ক্ষেপে রয়েছে উত্তর কোরিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প-কিম জং-উনের মধ্যকার বৈঠকটি হওয়ার কথা।

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে ইঙ্গিত করে উত্তর কোরিয়ার উপপরাষ্ট্রমন্ত্রী কিম কায়ে-গুয়ান বিবৃতি দিয়ে জানান, দীর্ঘ সময় ধরে পুষে রাখা অশুভ উদ্দেশ্য চরিতার্থ করতে যাচ্ছেতাই বক্তব্য রাখছে আমেরিকা। জন বোল্টন বলেছিলেন, ‘উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে লিবিয়ার মডেল অনুসরণ করতে পারে।’ এই নিয়ে বিশ্লেষকরা লিবিয়ায় নেতৃত্বের পরিণতির দিকেই ইঙ্গিত করেছেন। কিম কায়ে-গুয়ান বলেন, ‘আলোচনার ধরন কখনই এমন হতে পারে না।

 

Related Posts

Leave a Reply