April 28, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

আইএসআইকে গোপন তথ্য পাচারের অভিযোগে এক ভারতীয় কূটনীতিককে কারাদণ্ডের আদেশ দিলো আদালত 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছে দেশের গোপন তথ্য পাচার করার দায়ে ভারতের প্রাক্তন এক কূটনীতিককে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিলো আদালত। ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে কর্মরত থাকার সময় ওই তথ্য পাচারের জন্য মাধুরী গুপ্ত নামের ওই কূটনীতিকের বিরুদ্ধে শনিবার দিল্লির একটি আদালত এই রায় দেয়।

রায় ঘোষণার সময় বিচারক সিদ্ধার্থ শর্মা বলেন, এই ধরনের কাজ নিরাপত্তার জন্য গুরুতর হমকি।ভারতীয় দূতাবাসের দ্বিতীয় সচিব হিসেবে মাধুরী ২০০৭ সাল থেকে ২০১০ সালের ২২ এপ্রিল পর্যন্ত কর্মরত ছিলেন। ওইদিনই গ্রেফতার করা হয় ৬১ বছর বয়সী মাধুরীকে। এর দু’বছর পর তিনি কারাগার  থেকে মুক্তি পান। তবে সব সময়ই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন মাধুরী।

আদালতে ভারতীয় গোয়েন্দাদের তরফে জানানো হয়েছে, ২০০৮ সালের অক্টোবর থেকে ২০১০ সালের এপ্রিল মাস পর্যন্ত ব্যক্তিগত ই-মেইল থেকে আইএসআইয়ের সঙ্গে তথ্য আদান-প্রদান করেছেন মাধুরী। ২০১০ সালে গ্রেফতারের আগে মাধুরীকে ৬ মাস নজরদারিতে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। মাধুরীর আইনজীবী যোগিন্দার দাহিয়া বলেন, এই রায়ের বিরুদ্ধে মাধুরী উচ্চ আদালতে আপিল করবেন। তিনি ইতিমধ্যে ২১ মাস জেল খেটেছেন। সেই হিসাবে তাকে মুক্তি দেওয়া উচিত।

 

Related Posts

Leave a Reply