April 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

মেক্সিকো, কানাডা ও আমেরিকা -এদের কেউই বিশ্বকাপ আয়োজনের যোগ্য নয় -মারাদোনা

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পেয়েছে মেক্সিকো, কানাডা ও আমেরিকা। কিন্তু আয়োজক হিসেবে কোনভাবেই এই তিন দেশকে সমর্থন করতে পারছেন না আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনা। দেশগুলোর সাফল্যের অভাব ও ক্রীড়ার প্রতি অনুরাগের ঘাটতি রয়েছে বলে মনে করেন এই ফুটবল লিজেন্ড।

গত বুধবার বিশ্বকাপের ২১তম আসর শুরু হওয়ার একদিন আগে ফিফা ২০২৬ সালের আয়োজক দেশের নাম ঘোষণা করে। এই আসরেই প্রথমবারের মতো বিশ্বকাপে ৪৮টি দেশ অংশ নিতে যাচ্ছে। উত্তর আমেরিকার দেশগুলোতে ভাগাভাগি করে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ৬০টি ও কানাডা ও মেক্সিকোতে ১০টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

এর ফলে একমাত্র দেশ হিসেবে তৃতীয়বারের জন্য মেক্সিকোতে বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। কিন্তু মারাদোনা মনে করেন বিশ্বকাপে মেক্সিকোর ফলাফল মোটেই সন্তোষজনক নয়। টানা ৬টি টুর্নামেন্টে মেক্সিকানরা শেষ ১৬ থেকে বিদায় নিয়েছে। তিনি বলেন, ‘আমি এটা মোটেই পছন্দ করছি না। মেক্সিকোর এটা প্রাপ্য নয়।’ ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপেই মারাদোনার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করেছিল।

 

Related Posts

Leave a Reply