April 27, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

ভারত সীমান্তের কাছে ওয়েদার স্টেশন তৈরী করছে চীন !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ 

আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভারত-চীন সম্পর্ক। আর তারই জের ধরে ভারত সীমান্তের কাছে এবার ওয়েদার স্টেশন তৈরি করল চীন। মূলত, ভারত-তিব্বত সীমান্তে আবহাওয়ার গতিবিধি বুঝতেই তৈরি হয়েছে এই স্টেশন।

এর ফলে তিব্বতের শানান এলাকায় আবহাওয়ার গতিবিধি বুঝে কাজ করতে সুবিধা হবে সীমান্তে নিযুক্ত চীনা সেনাদের এবং পরিবহণ ক্ষেত্রের কাজও অনেক সহজ হবে। ইউমাইয়ের এই স্টেশনের এক কর্তা তাশি নরবু জানাচ্ছেন, এই স্টেশন থেকে আবহাওয়া সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে। সেই এলাকার তাপমাত্রা, বায়ুচাপ, জলীয় বাস্প, হাওয়ার গতিবিধি বিষয়ে খবর দেবে এই স্টেশন। সূত্রের খবর, অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া স্থানীয় আবহাওয়ার গতিবিধি বুঝেই চীনা সেনা তাদের পদক্ষেপ নির্ধারণ করবে।

উল্লেখ্য, তিব্বত এবং অরুণাচল প্রদেশের এই সীমান্ত যতটা দুর্গম এবং ততটাই আবহাওয়ার নিরিখে প্রতিকূল। এই কারনের জন্যই সীমান্তে নিযুক্ত দু’দেশের সেনার কাছে নজরদারি চালানো সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।

 

Related Posts

Leave a Reply