May 6, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা শারীরিক

লক্ষ্য তামাকমুক্ত দেশ, প্রথম ধাপে ১০০ শহরে সিগারেট নিষিদ্ধ করলো শ্রীলঙ্কা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

শ্রীলঙ্কার শতাধিক শহরে সিগারেট বিক্রি নিষিদ্ধ করা হলো। দেশকে তামাকমুক্ত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কান প্রশাসন। প্রথম ধাপে সেদেশের ১০৭ টি শহরে সিগারেট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে দেশ জুড়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির ফল স্বরূপ বিভিন্ন শহরের দোকানদার ও ব্যবসায়ীরা নিজেরাই সিগারেট বিক্রি বন্ধ করার কথা ঘোষণা করে।

এই বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী রাজিথা সেনেরত্নে জানান, ২০১৯ সালের মধ্যে ২০০ শহর এই নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। ২০২০ সালের মধ্যে তামাক উৎপাদন বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে শ্রীলঙ্কান সরকার।

Related Posts

Leave a Reply