April 29, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular শিল্প ও সাহিত্য সফর

অবাক করে দেওয়া মেট্রো স্টেশন! কখনো সেদেশে গেলে একবার ঘুরে আসবেন অবশ্যই

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

পৃথিবীজুড়ে মেট্রোরেল স্টেশনের সৌন্দর্য বিচার করলে রাশিয়ার মস্কোর মেট্রোরেল স্টেশনগুলোকেই শীর্ষে রাখেন পর্যটকরা। এগুলোর মধ্যে রয়েছে প্রাচীন বনেদিয়ানার ছোয়া। মস্কো শহরের মেট্রো চালু করার পরিকল্পনা করা হয় ১৯৩০ সালে। সেই সময়েই স্টেশনের ডিজাইনগুলো তৈরি করা হয় খুব যত্ন নিয়ে, যা এখনো মানুষের আগ্রহের বিষয়।

১৯৩০ এর দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত বহু মানুষ মস্কো মেট্রোর সুন্দর নকশায় বিমোহিত হয়েছেন। কারণ প্রত্যেকটি স্টেশনই আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে তৈরী। কোনো স্টেশন সপ্তদশ ও অষ্টাদশ শতকে প্রচলিত রাশিয়ার শিল্পকলাকে প্রকাশ করে। কোনো কোনোটি আবার ১০২০-১৯৩০ দশকের শিল্পকলার ঐতিহ্যকে তুলে ধরে। ১৯৩০ দশকে নির্মাণ শুরু হলেও এখন পর্যন্ত মস্কোর মেট্রোর পরিধি বেড়েই চলেছে।যুক্ত হয়েছে ২০০ স্টেশন।

প্রত্যেকটি স্টেশনই স্বতন্ত্র ডিজাইনের। স্টেশনগুলোর দেওয়ালে সাজানো রয়েছে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার চিত্র। তুলে ধরা হয়েছে বিভিন্ন যুগের শিল্পকলাও। সব মিলিয়ে এক একটি স্টেশন যেন এক একটি জাদুঘর। পর্যটকরাও মস্কোতে গেলে মেট্রোরেল স্টেশনগুলো ঘুরে দেখেন।

 

Related Posts

Leave a Reply