April 28, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

জ্বালানির আগুন পোড়াতে পারে ‘আইফেল’ কেও, তাই বন্ধ দরজা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

জ্বালানি তেলের ওপর বর্ধিত কর আরোপের প্রতিবাদে জ্বলছে ফ্রান্স। সেই আগুনের গ্রাস যেকোন সময় বিখ্যাত আইফেল টাওয়ারকে পুড়িয়ে খাক করে দিতে পারে তাই শনিবার বিখ্যাত আইফেল টাওয়ার বন্ধ ঘোষণা করল ফরাসি কর্তৃপক্ষ।

শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এমনটাই জানানো হয়েছে। এর আগে গত সপ্তাহে বড় ধরনের সংঘর্ষ হয় ফ্রান্সজুড়ে। এর পুনরাবৃৃত্তি ঠেকাতেই এমন পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে খবরে বলা হয়েছে, জ্বালানি কর প্রত্যাহার করলেও জীবনযাত্রার বৃদ্ধির প্রতিবাদে শনিবারও সরকার বিরোধী র‍্যালির পরিকল্পনা করছে বিক্ষোভকারীরা। এরই পরিপ্রেক্ষিতে ওইদিন জনাকীর্ণ আইফেল টাওয়ার বন্ধ থাকার ঘোষণা করা  হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, র‌্যালি যাতে হিসংসার আকার না নেয় সেজন্য দেশজুড়ে ৮৯ হাজার পুলিশ উপস্থিত থাকবে। পাশাপাশি রাজধানী প্যারিসে সাঁজোয়া যান রাখা হবে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপে। এছাড়া, প্যারিসের দোকান ও রেস্তোরাঁগুলোকে বন্ধ করে দিতে বলেছে দেশটির পুলিশ। এছাড়া বন্ধ থাকবে বেশ কিছু জাদুঘরও।

Related Posts

Leave a Reply