May 4, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

৬ জনের সঙ্গে নিজের প্রাণ নিয়ে শ্বশুরবাড়ির অবহেলার জবাব

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

থাইল্যান্ডের পাথো জেলায় শ্বশুরবাড়িতে অবহেলার শিকার হয়ে ক্ষুব্ধ হয়ে ছয় জনকে গুলি করে হত্যা করেন সুচিপ সোরনসাং নামের এক ব্যক্তি। মঙ্গলবার মধ্যরাতের পর পারিবারিক পার্টিতে গুলি চালিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে হামলাকারীর ৯ বছর বয়সী ছেলে ও ছয় বছর বয়সী মেয়েও রয়েছে। নিহত বাকি চার জনের মধ্যে দুজন মহিলা ও দুজন পুরুষ, তাদের বয়স ৪৭ থেকে ৭১ বছরের মধ্যে হবে।

পরিবারের সবাই টেবিলে বসার পর বন্দুক উঠিয়ে এলোপাতাড়ি গুলি করে সবাইকে হত্যা করেন সুচিপ সোরনসাং। এর পর গুলি নিজের দিকে ঘুরিয়ে আত্মহত্যা করেন তিনি। সোমবার সুচিপ নতুন বছর উদযাপন করতে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ চুম্ফোনে তার শ্বশুরবাড়িতে যান। একটি বিউটি পার্লারে আয়োজিত পার্টি চলার সময় সুচীপ প্রচুর মদ্যপান করেন। এর পর সবাই টেবিলে বসে গেলে নিজের পিস্তল বের করে গুলি শুরু করেন।

ফাতোর পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল লারপ কামপাপান জানিয়েছেন, নিহতরা সবাই সুচিপের পরিবারের সদস্য। তাদের মাথায় অথবা শরীরে গুলি করা হয়। জানা গেছে সুচিৱকে নানা কারণে শশুড়বাড়ির লোকেরা অপমান করতো। তাই এই পথ বেছে নেন তিনি।

Related Posts

Leave a Reply