May 5, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

A দিয়ে শুরু কিন্তু সন্দেহবাতিক, স্বার্থপরও !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

নামের আমি, নামের তুমি, নাম দিয়েই যায় চেনা… সত্যিই নামের কেরামতির জুড়ি মেলা ভার। অনেকে যদিও চোখ ফোটার আগেই ছেলের নাম পদ্মলোচন রাখেন, কিংবা মেয়ে হলে কৃষ্ণকলি। কিন্তু, নামে শুধু রূপ বা প্রেম নয়। নামে হয় ব্যক্তিত্বও। আজ এই বাংলা নববর্ষের দিনে চলুন জেনে নেওয়া যাক, যাঁদের নাম ইংরেজী বর্ণমালার প্রথম লেটারটি দিয়ে শুরু, তাঁরা আদতে কেমন মানুষ?

১) A বোঝায় চরিত্রের দৃঢ়তা। নিজের বিচারবুদ্ধির উপর এঁরা বরাবর ভরসা করেন।  

২) A দিয়ে যাঁদের নাম শুরু তাঁরা সাহসী হন।

৩) যে কোনও কাজে এঁদের প্রচণ্ড উদ্যোগ লক্ষ্য করা যায়। এঁরা উদ্যমী চরিত্রের।

৪) জীবনকে উপভোগ করে বাঁচতে ভালোবাসেন।

৫) এঁরা সহজে কারুর উপর নির্ভরশীল হন না, নির্ভরশীল হতে পছন্দ করেন না।

তবে, A দিয়ে যাঁদের নাম শুরু, তাঁদের সবই তাই বলে ভালো নয়!

১) নামে যদি একের বেশি A থাকে, সেক্ষেত্রে স্বার্থপরতা লক্ষ্য করা যায়।

২) ওরে বাব্বা! এঁরা নাকি সন্দেহবাতিক হন। বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড A দিয়ে হলে কিন্তু সাবধান।

৩) এঁরা একটু জেদী, একগুঁয়ে ও একবগ্গা প্রকৃতির হন।

Related Posts

Leave a Reply