May 6, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

দুধে মেশান রসুন, পালাবে সর্দি থেকে যৌন রোগ 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
বহাওয়ার বদলে যাচ্ছে। এসময় সর্দিকাশি বা ভাইরাস জ্বর হওয়ার আশঙ্কা থাকে। আক্রান্তরা ডাক্তারের শরণাপণ্ন হলেই প্রেসক্রিপশনে সাধারণত কড়া ডোজের অ্যান্টিবায়োটিক লিখে দেন। সাধারণ সর্দিকাশিতে ওষুধ খাওয়া অনেকেরই পছন্দ নয়।

সাম্প্রতিক এক গবেষণায় এমন একটি ঘরোয়া উপাদানের কথা বলা হযেছে, যার সাহায্যে সহজেই প্রতিরোধ করতে পারে ভাইরাস ও সর্দি-জ্বরের আক্রমণ। শুধু তাই নয়, বাতের ব্যথার মতো রোগও প্রতিরোধ করবে।

এটি তৈরি করতে এক কাপ দুধ, তিন কোয়া রসুন, এক চামচ হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো চিনি ও পানি প্রয়োজন।

প্রথমে দুধ ও জল মিশিয়ে একটু পাতলা করে নিন। এর মধ্যে রসুনের কোয়াগুলো থেঁতলে দিন। দুধের সঙ্গে সেগুলো মিশে গেলে হলুদ গুঁড়ো ও চিনি দিয়ে নে়ড়ে নিন। প্রয়োজনে পছন্দমতো ফ্লেভারও মেশাতে পারেন দুধে। ১০ মিনিট পর গরম করলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া ওষুধ।

বিশেষজ্ঞদের দাবি, রসুন-দুধ অ্যাজমা প্রতিরোধেও কাজে আসে। এছাড়া শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের সমস্যা কমায় এটি। রসুন-দুধের মিশ্রণ যৌনক্ষমতা বাড়ায়।

Related Posts

Leave a Reply