April 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

প্রেমে পড়ুন, মাংসপেশীও মজবুত রাখে ‘লাভ হরমোন

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

কাউকে দেখে কি আপনার বুকের ভেতর কিছু হয়? যদি এমন হয় তবে জেনে রাখুন আপনার শরীরের লাভ হরমোন এ জন্য দায়ী৷ এ ধরনের হরমোনই প্রেম সংক্রান্ত মনোভাবের বহিঃপ্রকাশ ঘটায়৷

যাকে আপনি পছন্দ করেন তাকে দেখার পর এ লাভ হরমোন শুধু আপনার ভাবকেই সক্রিয় করে তা নয়, এটি আপনার পুরোনো মাংসপেশীগুলোকেও নতুন ভাবে কাজ করতে সাহায্য করে৷ এ লাভ হরমোনের নাম অক্সিটোসিন৷ একটি গবেষণা থেকে জানা গেছে, অক্সিটোসিন হরমোন মাংসপেশীর স্বাস্থ্যকেও ঠিক রাখে৷

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলির বায়োইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী অধ্যাপক ও প্রধান গবেষক ইরিনা কানবয় জানিয়েছেন, তারা গবেষণার মাধ্যমে এমন একটি অনু খুঁজে পেয়েছেন যা ক্যানসারের ঝুঁকি ছাড়াই পুরোনো মাংসপেশীকে সক্রিয় করে তুলতে পারে৷

তিনি বলেন, ‘এ হরমোনের প্রভাবেই ছোট বাচ্চা দেখলে আমাদের আনন্দ হয়৷’

একটি গবেষণায় সামনে আসে, বয়স বাড়ার সঙ্গে একটি বৃদ্ধ ইঁদুরের রক্তে অক্সিটোসিনের মাত্রা কমে যায়৷ মাংসপেশী মেরামত করার ক্ষেত্রে অক্সিটোসিনের ভূমিকা জানতে গবেষকেরা একটি বৃদ্ধ ইঁদুরের আহত মাংসপেশীর ত্বকের নিচে এ হরমোনের ইনজেকশন দেন৷ ৯ দিন ধরে চিকিৎসা করার পর দেখা যায়, যে ইঁদুরকে ওই ইনজেকশন দেওয়া হয়েছিল তার আহত মাংসপেশী অনেক বেশি সুস্থ৷

গবেষকেরা বলেন, ‘অক্সিটোসিনের অভাবে মাংসপেশীতে ব্যাপক প্রভাব পড়তে দেখা যায়৷ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির জন্য অক্সিটোসিন একটি জীবনদায়ী বিকল্প।

নেচার জার্নাল কমিউনিকেশনে এ গবেষণাটি প্রকাশিত হয়েছে৷

Related Posts

Leave a Reply