May 5, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular

ভারতে নয়, এবার ব্রিটেনে করোনার ভ্যাকসিন তৈরী করবেন পুনাওয়ালা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ভারতের জগৎবিখ্যাত ওষুধ প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট কি অদূর ভিবিষ্যতে পাততাড়ি গোটাতে চাইছে এই দেশ থেকে। সংস্থার সিইও আদর পুনাওয়ালার হঠাৎ করেই দেশ ছেড়ে ব্রিটেনে পাড়ি দেওয়ার ঘটনা তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। আকারে ইঙ্গিতে ভারতীয় এই ব্যবসায়ী নিজেও এমনটাই ইঙ্গিত দিয়ে রেখেছেন বলে খবর। সূত্রের খবর, ব্রিটেনের এক অভিজাত এলাকায় পাকাপাকি বসবাসের জন্য ২ কোটি টাকায় একটি ঘরও ভাড়ায় নিয়েছেন তিনি। একই সঙ্গে তার যাবতীয় পরিকল্পনা নিয়ে কথা চলছে ব্রিটিশ গভর্মেন্টের সঙ্গেও।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’-কে পুনাওয়ালা জানান, ‘‘আমি আপাতত দেশে ফিরতে চাই না। কারণ, সেখানকার সমস্ত দায়ভার আমার পক্ষে বহন করা সম্ভব নয়।’’ ব্রিটিশ সংবাদপত্রকে ভারতীয় এই ব্যবসায়ী জানান,, ‘‘আমাকে বলা হচ্ছে, তুমি যদি টিকা না দাও তা হলে ফল ভাল হবে না …। বলার ভঙ্গিমাটা অত্যন্ত খারাপ।’’ প্রসঙ্গত, এই হুমকির পরিপ্রেক্ষিতে সম্প্রতি পুনাওয়ালাকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেয় কেন্দ্রীয় সরকার।

Related Posts

Leave a Reply