May 4, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

ভেড়া চড়াতে চড়াতেই মুসলিম মেয়েটি ফ্রান্সের শিক্ষামন্ত্রী!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

শুনলে চমকে যাবেন, ভেড়া চড়াতে চড়াতেই সেই মুসলিম মেয়েটি এখন ফ্রান্সের শিক্ষামন্ত্রী! ছোট্ট মেয়েটি মাঠে মাঠে চড়াতেন ভেড়া। সেই মেয়েটিই আজ এতদূর পৌঁছেছেন।

তিনি হলেণ নজত বেল্কাসেম।  ১৯৭৭-এ মরক্কোয় কট্টরপন্থী গরিব মুসলিম পরিবারে জন্ম।  বাবা নির্মাণকর্মী ছিলেন।  আয়ও ছিল যত্সামান্য।

সেই সামান্য আয়ে সংসার চালাতে গিয়ে হিমশিম খেতেন তিনি।  পড়াশোনা তো দূর থাক।  কিন্তু মেয়ের জেদ পড়াশোনা তাকে করতেই হবে।

সারাদিন মাঠে ভেড়া চড়িয়ে, মায়ের সঙ্গে দুধ বিক্রি করে সন্ধ্যাবেলায় বাড়ি ফেরা।  তারপরই শুরু হতো পড়াশোনা।

আরো বেশি পরিমাণে উপার্জনের জন্য নজতের বাবা চলে যান ফ্রান্সে।  পরে পরিবারকেও সেখানে নিয়ে যান।  সেখানে গিয়েও পড়াশোনা থামেনি নজতের।

২০০২-এ প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ থেকে স্নাতক ডিগ্রি নেন।  ছাত্রাবস্থাতেই তিনি সোশ্যালিস্ট পার্টিতে যোগ দেন।

সেখান থেকেই তার জীবনের মোড় ঘুরতে শুরু করে। তাদের মতো গরিব পরিবারগুলোর জন্য লড়াই করা শুরু করেন।

ধীরে ধীরে ফ্রান্সের রাজনীতির অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। লড়াই করেছেন জাতিভেদের বিরুদ্ধেও।  ২০০৮-এ রোন আল্পাইন থেকে কাউন্সিল মেম্বার নির্বাচিত হন তিনি।

এরপর থেকে পর পর জিতে এসেছেন। এখান থেকেই রাজনীতির জগতে সাফল্যের দৌড় শুরু। ২০১২-এ নারী অধিকার মন্ত্রীর দায়িত্ব পান তিনি।

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলার মুখপাত্রও নিযুক্ত হন।  তার কাজ এবং দক্ষতার জন্য ২০১৫-এ নজতকে ফ্রান্সের শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

Related Posts

Leave a Reply