May 6, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular শিল্প ও সাহিত্য

দুনিয়ার সব চাইতে বড় বই, ওজন কত?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বইয়ের কি ওজন, শুনে ঠিক বিশ্বাস করার মত নয়।  না হওয়াটাই স্বাভাবিক।  কিন্তু এই বইকে আর পাঁচটি সাধারণ বইয়ের সঙ্গে এক গোত্রে ফেললে চলবে না।  যার ওজন একটি সাধারণ বইয়ের শত গুণ বেশি।

রেকর্ড বলছে, শুধু ওজনে নয়, আড়ে-বহরেও এটাই হচ্ছে দুনিয়ার সব চাইতে বড় বই।  অস্ট্রেলিয়ায় সিডনির স্টেট লাইব্রেরিতে এখন বইটি প্রদর্শিত হচ্ছে। আম-পাবলিক যাতে চাক্ষুষ করতে পারে, তার জন্য এভাবেই থাকবে একমাস।

বইটির নাম : অ্যাটলাস, দি আর্থ প্ল্যাটিনাম। ওজন ১৫০ কেজি।  আয়তনে ১.৮ মিটার বাই ২.৭ মিটার।  ২০১২-এ প্রকাশিত মানচিত্রের এই বইটি মাত্রই ৩১টি কপি ছাপানো হয়েছিল।  প্রকাশক অস্ট্রেলিয়ার মিলেনিয়াম হাউজ, যার একটি মাত্রই কপি রয়েছে গোটা অস্ট্রেলিয়ায়, সেটি রক্ষিত সিডনির স্টেট লাইব্রেরিতে।

আন্তর্জাতিক কার্টোগ্রাফার, জিওগ্রাফার ও ফোটোগ্রাফার মিলিয়ে একশ’জনেরও বেশি ব্যক্তির ভূমিকা রয়েছে বইটি প্রকাশের নেপথ্যে।  মোট পাতা ১২৮টি।  এর মধ্যে ৬১টি পাতাজুড়ে রয়েছে মানচিত্র, ২৭টি পাতায় ফোটোগ্রাফি।  রয়েছে ১২ হাজার ছবির কোলাজ।

Related Posts

Leave a Reply