May 2, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

একে বলে দুর্বাশার হিরে, তাই অভিশপ্ত

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

শুনলে হয়তো বিশ্বাস যোগ্য মনে হবে না যে, এই হিরক খণ্ডটি আজ থেকে ১১০ কোটি বছর আগে ‍সৃষ্ট। বর্তমানে হিরকটির মূল্য ২০ থেকে ২৫ কোটি ডলার। সমগ্র বিশ্বে নানা হাত ঘোরার পর এটি এখন স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে স্মিথসোনিয়ান ন্যাশনাল হিস্টোরি মিউজিয়ামে।
অনেকের বিশ্বাস অনুযায়ী, এই মহামূল্যবান পাথরটি অভিশপ্ত। এর মালিকের নানা অমঙ্গলের কাহিনী লোকমুখে অাগে থেকে প্রচলিত। বলা হয়, ৪৫.৫২ ক্যারেটের এই হিরকটি যখনই যার অধিকারে থেকেছে তাকেই একেরপর এক দুর্ঘটনা, শনির দশায় পড়তে হয়েছে।
জনশ্রুতি আছে, এই হিরকের মালিকরা অশান্তি, বিয়ে বিচ্ছেদ, আত্মহত্যা, কারাবরণ, নির্যাতন, আর্থিক ক্ষতি, বিনাবিচারে মৃত্যুদণ্ড অথবা শিরশ্চেদের শিকার হয়েছেন।
এমন ঘটনাও জানা যায়, এর এক মালিককে কুকুর কামড়ে খামছে ছিন্নভিন্ন করে দিয়েছিল। আরেক জন ফ্রান্সে বিক্ষুব্ধ জনতার হাতে ক্ষতবিক্ষত হয়ে নিহত হন। একে বলে দুর্বাশার হীরা। অবশ্য সন্দেহবাদীরা বলেন, খামাখাই এই হীরার অলৌকিত্ব ও রহস্য বাড়ানোর জন্য এসব কাহিনী ঘটানো হয়েছে।

Related Posts

Leave a Reply